
প্রকাশিত: Sat, Jun 8, 2024 2:58 PM আপডেট: Wed, Apr 30, 2025 12:00 AM
প্রতিটি মানুষেরই দুঃখবোধ আলাদা
নাদেরা সুলতানা নদী
মধ্যবিত্ত বা মতান্তরে নিম্নমধ্যবিত্ত এক পরিবারে জন্ম আমার। অর্থ, বিত্ত, পারিবারিক মান-সম্মান, প্রতিপত্তি। নিজের অর্জিত যোগ্যতা বা সংসারের সাথে জুড়ে যাওয়া পরিচয় কোনো কিছুর জন্যই আমি বলতে পারি না, আমি আমার জীবন নিয়ে প্রাউড ফিল করি। কিন্তু কেন যেন আমার একজীবনের সাধ বা সাধনা যাই বলি, সবসময় চেয়েছি মাথাটা সোজা করে ভীষণ সহজ, সরল একটা জীবনই যাপন করতে। সুস্থ, সুন্দর পরিচ্ছন্ন চিন্তার মানুষদের ঘিরেই রাখতে চেয়েছি আমার একান্ত পৃথিবী। কিন্তু বলাই বাহুল্য একজীবনে এমন অনেকেই হয়তো চায়, কিন্তু পায় কজনে, জীবনে নানান সময় ভীষণ থার্ড ক্লাস (নেতিবাচক অনুভব বুঝাতে আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না) মানুষের মুখোমুখি হয়েছি। থার্ড ক্লাস মানুষ মানেই খুব নিম্ন কুরুচিপূর্ণ বিষয়াদির সামনে দাঁড় করিয়ে দেবে আপনাকে। একটা সময় ছিল এমন হলে কান্না করতাম। পরে ভুলে যেতাম। আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতাম।
তারপর এমন হলে পরে নিজের উপর খুব রাগ হতো, অভিমান হতো, কেন এমন মানুষ এড়ানো শিখলামনা এক জীবনে, আমিই কেন এমন, আরেকটু সাহসী কেন হলাম না। পারিনি কেন, কেন আমি পারি না, অনেকেই তো পারে। বয়েসটা ৪০ পার করার পর সব নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছি, আজকাল নিজের অপছন্দের এমন বিষয়ের মুখোমুখি হলে ভেতর থেকে হুট করে টের পাই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। স্বাভাবিক জীবনে ফিরতে খুব বেশিই সময় লাগে, আবার সব ঠিক আগের মতোই হয়ে উঠে না মুহূর্তেই। এমন ব্যক্তিগত একটা অনুভব শেয়ার করছি। কারণ হঠাৎই মনে হলো, আসলে প্রতিটা মানুষেরই দুঃখবোধ আলাদা। শারীরিক, মানসিক, আর্থিক। এসব কষ্টের সাথেই নিশ্চয়ই বেশির ভাগ মানুষ যুদ্ধ করে টিকে থাকে, আর এই আমি কিনা আমার প্রখর অনুভূতির জন্যই ভাবি, একদিন হুট করে চলে যাবো। কেউ বুঝতেও পারবে না কোন সে অভিমানে। একটু মন খারাপ নিয়ে এই লেখা। ২ জুন ২০২২ লিখেছিলাম, কোনো কারণে মন খারাপ হয়েছিল তাই। মন খারাপের এই গল্পও থাকুক এই এলবামে। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
